নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নির্বাহী সদস্য রবিউল ইসলাম ব্যাক্তিগত কারণে সংঘটনের যাবতীয় দায়-দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। সোমবার (৬ সেপ্টেম্বর ) বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যাবতীয় কাজ-কর্ম ও দায় দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন সাংবাদিক রবিউল ইসলাম। তিনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আমি বাংলাদেশ সরকারের অনুমোদন সহ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। তাই একাধিক সংগঠনে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সংগঠন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক সংগঠন মানেই সাংবাদিকদের কল্যাণার্থে। অতএব বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটিও সাংবাদিকদের সংগঠন। তাদের জন্য শুভ কামনা। পরিশেষে সংগঠনের চেয়ারম্যানসহ সকল সদস্যদের ধন্যবাদ জানান তিনি।