জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের নতুন কমিটি





শেয়ার

সকল সাংবাদিকদের আস্থা ‘জাতীয় সাংবাদিক সংস্থা’। জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সাল থেকে দীর্ঘ ৪১ বছর ধরে দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, মর্যাদা সংরক্ষণ ও সাংবাদিকদের কল্যাণে গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার কর্তৃক একটি নিবন্ধিত দেশব্যাপী জাতীয় সাংবাদিক সংগঠন।

১০ সেপ্টেম্বর-২০২২ সকাল ১০টায় নগরির হালিশহর এ-বøকে সংগঠনের চট্টগ্রাম অফিসে এক সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মো. আলমগীর গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইলিয়াছ আহমেদ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
সভায় সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন, পুনর্গঠন ও ঘোষণা দেওয়া হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে সাংবাদিক খায়রুল ইসলামকে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও কেফায়েতুল্লাহ কায়সারকে পূণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।   
মিরসরাই প্রেসক্লাবের সভাপতি আজকের পত্রিকার প্রতিনিধি নুরুল আলমকে সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি ও সাংবাদিক হাসান মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়। দৈনিক যুগান্তরের বাঁশখালী প্রতিনিধি আবু বকর বাবুলকে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ বদরুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। একইভাবে এশিয়ান টেলিভিশনের কে এম রুবেলকে চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও মাসুদ আলম সাগরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সভায় আরে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, বাবুল মিয়া বাবলা, মো. কামরুল হাসান, মো. কেফায়েত উল্যা আরাকান, মোহাম্মদ কামরুল ইসলাম, মোবারক হোসেন ভূইঁয়া, সবুজ চন্দ্র দাস, সায়েম হোসেন ওয়াহিদ, মো. ইয়াছিন আরাফাত, বশির আহাম্মদ, রাবেয়া শিমুল প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।

চট্টগ্রাম


শেয়ার