যীশু সেন :
রাউজান উপজেলাস্থ উত্তর গুজরা সেনবাড়ী জাগৃতি সংঘের উদ্যোগে শতবর্ষীয় রাধামাধব স্মৃতি দুর্গা মন্দিরের সার্বজনীন শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব ১৪২৯ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাধামাধব স্মৃতি দুর্গা মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি দীপক সেন দীপন এর সভাপতিত্বে গত ২৫ আগস্ট বৃহস্পতিবার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে সাবেক ইউপি সদস্য বাবুল সেন মেম্বারকে সভাপতি, রাস বিহারী সেন সিকুকে সাধারণ সম্পাদক ও প্রকৌশলী সুমন সেনকে অর্থ সম্পাদক করে শতবর্ষীয় রাধামাধব স্মৃতি দুর্গা মন্দিরের সার্বজনীন শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব কমিটি গঠন করা হয়।