জাতীয় স্বেচ্ছাসেবী ও বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা গত ১৭ আগস্ট বিকাল ৫টায় নগরীর খুলশীস্থ জাফর আহমদ চৌধুরী হলে সংগঠনের সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এস্টেট অফিসার মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, জাফর আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি হাসিনা জাফর। প্রধান আলোচক ছিলেন হালিশহর সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট কলামিস্ট ড. শেখ-এ রাজ্জাক রাজু।
সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট ইতিহাসের ঘৃণ্যতম ঘটনার যে খলনায়ক দেশের বাইরে এখনো পলাতক রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করতে হবে। তারা আরো বলেন, এই ঘটনার পেছনের কারিগরদের বের করে মুখোশ উন্মোচন করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ নুরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ, ইঞ্জিনিয়ার মো. এমরান, আলেয়া বেগম, আকিলা জাহান, রোকসানা করিম পলি, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মো. রবিউল ইসলাম, শিউলি আকতার, মো. হোসেন মধু প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি