আজকের সর্বশেষ

বর্ষার আগমনে বেড়ে যাবে সন্দ্বীপ নৌ রুটে যাত্রীদের ভোগান্তি, অন্তত দিনে শীপ ২ট্রিপ দেওয়া হোক

বাদশা মিয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

রোজাদার সেবায় সাবেক মেয়র মনজুর আলম-এর ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম ইমাম, মুয়াজ্জিনদের মাধ্যমে শুরু

রমজান উপলক্ষে "গাজী মার্কেট তরুণ প্রবাসী ঐক্য পরিষদ'র পক্ষ হতে প্রায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হাসান মেহেদী'র 'নজরুল-সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ' প্রকাশ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যদের নিয়ে প্রথমবারের মতো মিলনমেলা অনুষ্ঠিত

দ্বীপবন্ধু স্মৃতি মেধা বৃত্তির পুরুষ্কার বিতরন

মাস্টার ছায়েদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল


লতিফা সিদ্দিকী কলেজে ৪৭ তম জাতীয় শোক দিবস পালিত





শেয়ার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে 'শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়ে' সীতাকুণ্ড লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। কলেজের অধ্যক্ষ লেখক-গবেষক শিমুল বড়ুয়ার সভাপতিত্বে বাংলা বিভাগের প্রভাষক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনুষ্ঠানের আহবায়ক পারভীন আক্তার বক্তৃতা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল আলম চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি। উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শিল্পী বড়ুয়া, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রত্না বড়ুয়া, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক তীবা ফারুকা, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ এনামুল হক, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাহেদা আক্তার, দর্শন বিভাগের প্রভাষক শেখ শাহীন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আলেয়া আফরিন, অর্থনীতি বিভাগের প্রভাষক আলেয়া ফেরদৌসী, গণিত বিভাগের প্রভাষক রনি বাবু দেব, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মিহির কান্তি নাথ, ফিন্যান্স, ব্যাংকিং বিমা বিভাগের প্রভাষক নাজিয়া ফারহানা, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক মো. হাসান আলী, গ্রন্থাগারিক দিলারা আক্তার প্রমুখ। সভাপতির বক্তৃতায় অধ্যক্ষ শিমুল বড়ুয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের সহযাত্রী। শিক্ষার্থীদের মেধা বিকাশে গুণগত শিক্ষা অর্জনের পাশাপাশি দেশপ্রেমিক করে গড়ে তোলার মানসে তাদেরকে সমাজ সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত নিজেদের সম্পৃক্ত করতে হবে। পরে রচনা সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অধ্যক্ষ শিমুল বড়ুয়া। সবশেষে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ ইবরাহীমের রচনা পরিচালনায় শিক্ষার্থীরা 'রক্তাক্ত ধলপ্রহর' নাটক মঞ্চস্থ করেন।

চট্টগ্রাম


শেয়ার



আরও পড়ুন