আজকের সর্বশেষ

বর্ষার আগমনে বেড়ে যাবে সন্দ্বীপ নৌ রুটে যাত্রীদের ভোগান্তি, অন্তত দিনে শীপ ২ট্রিপ দেওয়া হোক

বাদশা মিয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

রোজাদার সেবায় সাবেক মেয়র মনজুর আলম-এর ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম ইমাম, মুয়াজ্জিনদের মাধ্যমে শুরু

রমজান উপলক্ষে "গাজী মার্কেট তরুণ প্রবাসী ঐক্য পরিষদ'র পক্ষ হতে প্রায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হাসান মেহেদী'র 'নজরুল-সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ' প্রকাশ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যদের নিয়ে প্রথমবারের মতো মিলনমেলা অনুষ্ঠিত

দ্বীপবন্ধু স্মৃতি মেধা বৃত্তির পুরুষ্কার বিতরন

মাস্টার ছায়েদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল


‘ইমাম হোসাইন (রা.) শাহাদাত বরণের মধ্যেই নিহিত রয়েছে আশুরার ঐতিহাসিক তাৎপর্য’





শেয়ার

আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম্#৩৯;র উদ্যোগে নগরির উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ চত্বরে নবম দিনের মত অনুষ্ঠিত হয়েছে আহলে বায়তে রাসুল (দ.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল। আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে ও মহররম এর গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে ধারাবাহিকভাবে চলছে শোহাদায়ে কারবালা মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব নিজামুল আলম রাজু। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা মুফতি মো. আব্দুল ওয়াজেদ (ম.জি.আ.)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মো. লিয়াকত আলী (ম.জি.আ.)।

 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ছোবহানিয়া আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস পীরজাদা মাজহারুল ইসলাম আল কাদেরী, দাওয়াতে খায়ের সম্পাদক, মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, মঈনুদ্দিন শাহ মাদ্রাসার সহ সুপার মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন আল কাদেরী, তাহের মনজুর সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুস শুক্কুর, মাওলানা হাফেজ কারী আবু তৈয়্যব, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।

 

শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তাগণ বলেন, ইসলামের ইতিহাসে ফজিলতময় আশুরা বিভিন্ন ঘটনাপুঞ্জে সমৃদ্ধ থাকলেও সর্বশেষ সংঘটিত কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদাতই এ-দিবসের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। আশুরা দিবসে হযরত ইমাম হোসাইন (রা.) কারবালায় অন্যায়, অবিচারের বিরুদ্ধে ন্যায়-নীতি ও সত্যের জন্য লড়াই করে শাহাদাতবরণ করেছিলেন। কিন্তু তিনি অসত্য অধর্ম ও অন্যায়ের কাছে মাথা নত করেনি। ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে প্রাণ বিসর্জন দিয়েছেন। ইসলামের সুমহান আদর্শকে সমুজ্জল রাখার জন্য তাঁর এ- বিশাল আত্মত্যাগ দৃষ্টান্ত হয়ে থাকবে। কারবালা ট্র্যাজেডির বদৌলতে ইসলাম স্বমহিমায় পুনরুজ্জীবিত হয়েছে। সত্যের জন্য শাহাদাত বরণের এক অনন্য দৃষ্টান্ত ও ত্যাগ-তিতিক্ষার

মহাত্মা তুলে ধরার মধ্যেই নিহিত রয়েছে ১০ মহররমের ঐতিহাসিক তাৎপর্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ ইউনুছ রজবী। প্রেস বিজ্ঞপ্তি

 

চট্টগ্রাম


শেয়ার



আরও পড়ুন