কেফায়েতুল্লাহ কায়সার :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম’র পক্ষ থেকে গতকাল বিকাল ৪টায় নগরির রৌফাবাদ এলাকায় রৌফাবাদ সরকারী মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সরকারী শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাসে প্রতিবন্ধিশিশুদের জন্য পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে একটি গরু প্রদান করা হয়। এ-সময় কুরবানীর পশু বিতরণ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম।
অনুষ্ঠানে মনজুর আলম বলেন, ‘ঈদ হোক সবার জন্য। এ বিষয়টিকে সামনে রেখে প্রতিবছর মানসিক প্রতিবন্ধী শিশুদের সাথে ঈদ ভাগাভাগি করতে আমাদের ধারাবাহিক এই আয়োজন। অপরদিকে সামর্থবান মানুষ পবিত্র ঈদুল আযহার দিন কুরবানীর পশুর মাধ্যমে যেভাবে আনন্দ উপভোগ করবে। একইভাবে ‘সরকারী শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাসের সকল ছেলে-মেয়েদেরকে আনন্দ দিতে ও ঈদের দিন তাদেরকে আপ্যায়ন করতে প্রতি বছর আমরা একটি গরু প্রদান করে থাকি। ’
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মনজুর আলম সরকারী মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সরকারী শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাসের সকল প্রতিবন্ধী শিশুদের আবাসিক কক্ষে গিয়ে শিশুদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন। পরে সকল শিশুকে মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সরকারী মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান অধ্যক্ষ ও উপ-পরিচালক মো. আবুল কাসেম, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। #