‌‘‘সততা, নিষ্ঠা ও একাগ্রতা থাকলে জীবনে যেকোন কাজে সফল হওয়া যায়’’





শেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ সততা, নিষ্ঠা ও একাগ্রতা থাকলে জীবনে যেকোন কাজে সফল হওয়া যায়। 

 

বার কোড রেষ্টুরেন্ট গ্রুপের স্বত্বাধিকারী মনজুরুল হক চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে গতকাল ২৮ জুন বিকাল ৪টায় সেমিনার হলে আয়োজিত সিডব্লিউওসিসিআই বিজনেস ইনকিইবেশন সেন্টারে সম্পৃক্ত হতে আগ্রহীদের নিয়ে মেনটরশীপ অনুষ্ঠানে মেনটর হিসেবে তিনি একথা বলেন। 

 

তিনি আরো বলেন ব্যবসার ক্ষেত্রে সততা একটি বড় পুঁজি। সততার সাথে ব্যবসা পরিচালনা করলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। ব্যবসার ক্ষেত্রে সৃজনশীল উদ্যোগ গ্রহন করতে সমাজের সমস্যাগুলো নিয়ে ভাবতে হবে এবং এর সমাধানের সাথে সম্পৃক্ত রেখে কোন্ ব্যবসা পরিচালনা করা যায়, কিংবা কোন্ উদ্যোগ গ্রহন করা যায়, তার নিরিখে সিদ্ধান্ত গ্রহন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সব সময় নতুন উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে আমরা অত্র অঞ্চলের নারী উদ্যোক্তাদের উন্নয়নে আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। সম্প্রতি উদ্বোধন হওয়া পদ্মা সেতু এদেশের জনজীবনে ও ব্যবসায়িক উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন আনবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধনব্যাদ জানাই। অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী উপস্থিত অংশগ্রহনকারীদেরকে মেনটর এর কাছ থেকে ব্যবসায়িক ধারনা গ্রহন করে তা কাজে লাগানোর পরামর্শ দেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিউওসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টার এর চেয়ারম্যান ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক লুৎমিলা ফরিদ। তিনি তার বক্তব্যে বলেন ইনকিউবেশন সেন্টার পরিচালনার পাশাপাশি আমাদের উদ্যোক্তাদের সমস্যগুলো চিহ্নিত করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সৃজনশীল ধারনা নিয়ে যারা ব্যবসা করতে আসবে তাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা প্রদান করবো। 

 

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী এবং সারা তানভী।

 

 

 

 

 

চট্টগ্রাম


শেয়ার

আরও পড়ুন