বন্দর নগরী চট্টগ্রামের শেখ মুজিব রোডে ঢাকা ব্যাংক লিমিটেডের উপ-শাখার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দিন ফিতা কেটে উপ-শাখার কার্যক্রমের সুচনা করেন। আগ্রাবাদ শাখার অধীনে এ উপ-শাখায়ও আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়।
শাখা উদ্বোধন কালে ব্যাংকের পরিচালক তহিদুল হোসেন চৌধুরী স্ব শরীরে, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত হন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর উপ-ব্যবস্থপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, এ এম এম মইন উদ্দিন, ব্যাংকের রিজিওনাল হেড নুরুল আরশাদ চৌধুরী, মোহাম্মদ মোস্তাক আহমেদ, ২৪ নং উত্তর আগ্রাবাদের ওয়ার্ড কমিশনার নাজমুল হক ডিউক, বিজিএমইএ এর সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ্ ও বাংলাদেশ মোটর পার্টস এন্ড টায়ার টিউব
মার্চেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাহমুদুর রহমান।
উপ-শাখা উদ্বোধনকালে ব্যাংকের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন শাখার ম্যানেজারবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।