দেশবিদেশ২৪ডেস্কঃ ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতির আশংকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন দামপাড়াস্থ অফিসে জরুরী নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
নিয়ন্ত্রণ কেন্দ্রে সার্বক্ষনিক রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবক, চসিকের আরবান ভলান্টিয়ার টিম ও কর্মকর্তা-কর্মচারী জরুরী সেবায় নিয়োজিত রয়েছে। এছাড়াও শুকনো খাবার, ঔষুধ ও বিশুদ্ধ পানি মওজুদ রাখা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ঘুর্ণিঝড়ের প্রভাবে নগরীর কোথাও কোন ধরণের মানবিক বিপর্যয় ঘটলে তা দ্রুত মোকাবেলায় নিয়ন্ত্রণ কেন্দ্রে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। নিয়ন্ত্রণ কেন্দ্রে যোগাযোগ নম্বর ০৩১-৬৩০৭৩৯ অথবা ০৩১-৬৩৩৬৪৯।