দেশবিদেশ২৪ডেস্কঃ ঈদের দিন নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে আসা মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরি করে একটি চক্র। এ নিয়ে বেশ কয়েকজন থানায় অভিযোগ দিলে অভিযানে নামে পুলিশ।
রোববার (৮মে) দিবাগত রাতে চোরাই মোবাইল ফোন কেনাবেচার সঙ্গে যুক্ত মারুফ হাসান (৩৬)কে আটক করা হয়। এসময় চারটি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যে মো. ইসমাইল (২৭) এবং মো. মনছুর (৪৪) আলমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আরও ৯টি চোরাই মোবাইল উদ্ধার করা হয় বলে জানিয়েছে সিএমপি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে আরো জানা যায়,উদ্ধার করা মোবাইলগুলো ঈদের দিন মুসল্লিদের পকেট থেকে চুরি করেছে তারা।তাছাড়া দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল বেচাকেনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে আসামিরা। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে।