নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীর কাজীর দেউড়ি এলাকার ভিআইপি টাওয়ারে অভিযান চালিয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত পরিচালিত অভিযানে বিদেশ থেকে অবৈধভাবে আনা প্রসাধনী সামগ্রী বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে খবর পাই ভিআইপি টাওয়ারে অবৈধভাবে আমদানি করা প্রসাধনী সামগ্রী বিক্রির মহোৎসব চলছে। তাই আমরা অভিযান পরিচালনা করি। সেখানে অবৈধভাবে আমদানি করা প্রসাধনী সামগ্রী বিক্রি করায় বনলতা ফ্যামিলি মার্ট, দ্য বেবী শপ ও সানশাইন কালেকশনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (৮ মে) রোববার বিকালে এই অভিযান পরিচালিত হয়।