প্রেস বিজ্ঞপ্তি :
সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে প্রায় সপ্তাহজুড়ে চলছে নগরির ৪১ টি ওয়ার্ডে নিন্ম আয়ের মানুষের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম। এরি ধারাবাহিকতায় গতকালও নগরির ৩, ২২, ২৪, ২৬, ৩০, ৩২, ৩৪, ৩৬, ৩৭, ৩৮ ও ৪০ নং ওয়ার্ড এর দুস্থ রোজাদারদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে-আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনায় দীর্ঘ দুই দশকের অধিক সময় ধরে চলছে এই বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক ও আলহাজ্ব হোসনে-আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর নির্বাহী পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম। উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানগুলো মহামারি করোনাকালীন, বিভিন্ন দুর্যোগকালীন সময় সহ দীর্ঘ বছর ধরে পরিচালনা করছে নানান ধরনের মানবিক সেবা কার্যক্রম। অনুষ্ঠানে সারওয়ার আলম বলেন, দুস্থ-অসহায়দের কল্যাণে এই ফাউন্ডেশন ও ট্রাস্ট দীর্ঘদিন ধরে তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। এই ধরনের সমাজ সেবা সকলের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সানাউল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলী, ৩৯, ৪০ ও ৪১ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর শাহানুর বেগম, ১৬, ২০ ও ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, ১১, ২৫ ও ২৬ নং ওয়ার্ড এর কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি প্রমুখ।