স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক, চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ ও সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সুস্থতা কামনায় জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে গতকাল সকাল ১০টায় নগরীর হালিশহর এ ব্লক সংস্থার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সভাপতি রাবেয়া খাতুন শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক হালিশহর এবং সাপ্তাহিক উপনগর পত্রিকার নির্বহী সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক এমদাদুল করিম সৈকত, সোহাগ আরেফিন, মো. আবু ইউসুফ, আব্দুস সামাদ রিফাত, আকাশ মাহমুদ, নাছির উদ্দিন, সাইদুল করিম সাজু প্রমুখ। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাট্টলী বায়তুল মালেক জামে মসজিদের খতিব মাওলানা মো. দেলোয়ার হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।