আজকের সর্বশেষ

বর্ষার আগমনে বেড়ে যাবে সন্দ্বীপ নৌ রুটে যাত্রীদের ভোগান্তি, অন্তত দিনে শীপ ২ট্রিপ দেওয়া হোক

বাদশা মিয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

রোজাদার সেবায় সাবেক মেয়র মনজুর আলম-এর ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম ইমাম, মুয়াজ্জিনদের মাধ্যমে শুরু

রমজান উপলক্ষে "গাজী মার্কেট তরুণ প্রবাসী ঐক্য পরিষদ'র পক্ষ হতে প্রায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হাসান মেহেদী'র 'নজরুল-সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ' প্রকাশ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যদের নিয়ে প্রথমবারের মতো মিলনমেলা অনুষ্ঠিত

দ্বীপবন্ধু স্মৃতি মেধা বৃত্তির পুরুষ্কার বিতরন

মাস্টার ছায়েদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল


সিএন্ডএফ এজেন্টস নির্বাচনে সম্মিলিত-সমমনা ঐক্যজোটের আত্মপ্রকাশ





শেয়ার

চট্টগ্রাম অফিসঃ চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচন (২০২২-২০২৪ইং) নির্বাচনে সম্মিলিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে চারটি দলের সমন্বয়ে ‘সম্মিলিত-সমমনা ঐক্যজোট’ নামে জোটের আত্মপ্রকাশ ঘটেছে।

 

সম্মিলিত পরিষদ, সচেতন ফোরাম, সমন্বয় পরিষদ ও সমমনা কল্যাণ পরিষদ মিলে এই জোটের সৃষ্টি করা হয়েছে।

 

 চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে (৭ ডিসেম্বর) বুধবার জাকজমপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন জোটের দলনেতা সায়েদুজ্জামান খান।

 

গিয়াস উদ্দিন ভুইয়ার সঞ্চালনায় সম্মিলিত-সমমনা ঐক্যজোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে

বক্তব্য রাখেন জোটের পৃষ্টপোষক সিরাজুল মনোয়ার, জাহিদ হাসান, প্রধান সমন্বয় খন্দকার লতিফুর রহমান আজিম, আহবায়ক মো. সাইফুদ্দিন, যুগ্ম আহবায়ক নরুল আবছার (ইডেন), সদস্য সচিব গোলাম ফারুক ডলার, উপদেষ্টা এটিএম তারেক, সেলিম খাঁন, সাংগঠনিক সম্পাদক ডিসিএএ শাহিন মাহমুদ, বন্দর সম্পাদক জসিম উদ্দিন, নির্বাহী সদস্য এম এ আমান প্রমুখ।

 

আত্মপ্রকাশ অনুষ্টানে বক্তারা চিটাগাং সিএন্ডএফ অজেন্টস এসোসিয়েংশনের ভামূর্তি পূনরুদ্ধারে এবং চট্টগ্রাম কাস্টমস হাউসে সিএন্ডএফদের ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী নির্বাচনে সম্মিলিত-সমমনা ঐক্যজোটের পাশে থাকার সমর্থন ব্যক্ত করেন।

 

নেতৃবৃন্দরা বলেন, বর্তমান পরিষদ নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার করেছে তা পুরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নির্বাচনের প্রথম এজিএমে সংঘবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অগঠনতান্ত্রিকভাবে এজেন্ডা পাশ করেছে। লাইসেন্স বিধিমালা ২০০৯ ইংরেজির সংশোধনী ২০১৬-২০ ইংরেজির কালো আইন সমূহ সংশোধনে তারা ব্যর্থ হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস কমিশনারের অফিস আদেশ/সিদ্ধান্ত বাস্তবায়নে বর্তমান পরিষদ ব্যর্থ হয়েছে। এছাড়াও কাস্টমস হাউসের ল্যাবরেটরীর হয়রানি, ভ্যাট রিটার্ন দাখিল থেকে সদস্যদের মুক্তি দিতে পারেনি। বিল অব এন্ট্রির মাধ্যমে সিএন্ডএফ এজেন্টসদের কমিশন আদায় ও ২০ বছরে বন্দরে পরীক্ষণ শেড-এর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। তাই আসুন বর্তমান ব্যর্থ পরিষদকে বর্জন করে সাধারণ সদস্যদের কল্যাণে সম্মিলিত ঐক্যজোটের নেতৃত্বে আমরা একতাবদ্ধ হয়ে সিএন্ডএফদের অধিকার আদায়ে সোচ্চার হয়।  

 

সম্মিলিত-সমমনা ঐক্যজোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে করোনাকালীন সময়ে সিএন্ডএফ পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও অসুস্থ সিএন্ডএফ মালিক ও পরিবারের সদস্যদের সুস্থতার জন্য কোরান খতম, মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম


শেয়ার



আরও পড়ুন