চট্টগ্রাম মহানগর তৃণমূল আওয়ামী লীগের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত





শেয়ার

চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রাম মহানগর তৃণমূল আওয়ামী লীগের পরিচিতি ও আলোচনা সভা নগরের একটি রেস্টুরেন্টে  অনুষ্ঠিত হয়। 

 

শনিবার (২৫ সেপ্টেম্বর) তৃণমূল আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফয়সাল ইকবালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন তৃণমূল আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আলম। এরশাদুল্লাহ চৌধুরীর ইমনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

 

পরিচিতি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মোস্তফা সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা জাফর  যুগ্ম সাধারণ সম্পাদক খায়ের আহমদ  সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম ও সুমন শেখ, তছির খাঁ রানা, লিলি আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।উক্ত পরিচিতি সভায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

উপস্থিত বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং দলের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।

 

সমাপনী বক্তৃতায় চট্টগ্রাম মহানগর তৃণমূল  আওয়ামী লীগের সভাপতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সততা ও আন্তরিকতা দিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান। 

 

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে  দীর্ঘদিন জরুরি অবস্থা থাকায় দেরিতে পরিচিতি সভা করত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ তারিখ সবাইকে  উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

চট্টগ্রাম


শেয়ার