নিজস্ব প্রতিবেদকঃ আনন্দী সঙ্গীত একাডেমির উদ্যোগে আগামী শনিবার ২৫ শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত জগতের প্রবাদপ্রতিম দেশ বরেণ্য তবলাশিল্পী পন্ডিত বিজন কুমার চৌধুরীর ৭ম মহা প্রয়াণ উপলক্ষে স্মৃতি চারণ ও উচ্চাঙ্গসংগীতানুষ্ঠান এ কে খান স্মৃতি মিলনায়তন ফুলকি চট্টগ্রাম এ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সন্ধ্যা ৭টায় পন্ডিত বিজন কুমার চৌধুরীর জীবনীর উপর আলোচনা সভা।
উক্ত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর কবি হোসাইন কবির কবি,বাংলাদেশ বেতার চট্টগ্রামের পরিচালক এসএম আবুল হোসেন পরিচালক ও উচ্চাঙ্গসংগীত শিল্পী পন্ডিত স্বর্ণময় চক্রবর্তী।
সভাপতিত্ব করবেন প্রাণীসম্পদ দপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মো. রেয়াজুল হক। উচ্চাঙ্গসংগীত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আনন্দী সঙ্গীত একাডেমি’র শিক্ষার্থীরা। তবলা লহড়া পরিচালনায় থাকবেন শিল্পী শিক্ষক সুরজিৎ সেন। একক তবলা লহড়া পরিবেশন করবেন শিল্পী সুদেব কুমার দাশ, শিল্পী রিটন কুমার ধর (কণ্ঠ) শিল্পী রণবীর দাশ (বাঁশী) তবলা সঙ্গতে শিল্পী প্রনব ভট্টাচার্য, তানপুরায় শিল্পী সম্পদ বড়ুয়া।
অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন তূর্ণা বড়ুয়া। দেশ বরণ্য তবলা শিল্পী প্রয়াত পন্ডিত বিজন কুমার চৌধুরীকে শ্রদ্ধা জানাতে সকলের উপস্থিতি কামনা করেন আহবায়ক আলমগীর আলম, অনুষ্ঠান সচিব রাজু দাশগুপ্ত টিটু ও বিশুতোষ তালুকদার।