করোনাকালে অক্সিজেন সেবা প্রদানে এগিয়ে আসল রুপালী ক্রেডিট কো: অপারেটিভ লি.





শেয়ার

  জাতির এই ক্রান্তিকালে সন্দ্বীপের করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদানে এগিয়ে আসল গেল তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় পুরস্কার প্রাপ্ত সমবায়ী প্রতিষ্ঠান রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লি.। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে (বিএম হাইটস ৩য় তলা, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম) আজ বুধবার ৪ আগস্ট দুপুরে এসব সামগ্রী হস্তান্তর করেন রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল কাসেম। সামগ্রীর মধ্যে ছিল অক্সিজেন সিলিন্ডার ১০টি সন্দ্বীপের রোগীদের জন্য, ৫টি চট্টগ্রামে জরুরী সেবা প্রদানে প্রধান কার্যালয়ে মজুদ রাখা হয়েছে, ১ হাজার মাস্ক ও কিছু হ্যান্ডস্যানিটাইজার। প্রসঙ্গক্রমে ২০২০ সালেও করোনাকালে রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লি. সন্দ্বীপে ৫০০ জন কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ করে। এছাড়া সমিতি গত দেড় যুগ ধরে দুর্যোগসহ বিভিন্ন জনকল্যানমূলক কর্মসূচির সাথে যুক্ত রয়েছে। সংক্ষিপ্ত অনু্ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাব মোঃ তানভীর কাসেম ও সাখাওয়াত উল্যাহ, জিএম মোঃ আফতাব উদ্দীন ও আবদুল মঈন, ডিজিএম মোঃ লুৎফুল করিম, এসএজিএম মোঃ মোস্তফা প্রমুখ।

চট্টগ্রাম


শেয়ার

আরও পড়ুন