কোপা আমেরিকার ফাইনালে মেসিদের ট্রফি জয়ে চট্টগ্রামের আর্জেন্টিনা সমর্থকরা পতাকা হাতে রাস্তায় নেমে এলেন।
চলমান কঠোর বিধিনিষেধেও নেচে-গেয়ে ও আনন্দ শোভাযাত্রায় বিজয়োল্লাস করেন তারা। এসময় ‘আর্জেন্টিনা আর্জেন্টিনা, মেসি মেসি’ স্লোগানে প্রকম্পিত করেন রাজপথ।
রোববার (১১ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার দক্ষিণ পাড়া,ডেইল পাড়া,মাইজ পাড়া কাঠগড় সহ বিভিন্ন পাড়া-মহল্লায় এমন দৃশ্য দেখা গেছে। আর্জেন্টিনা সমর্থকদের এমন আবেগপ্রবণ উদযাপন দেখলে মনে হবে এ যেন বাংলাদেশের কাপ জয়!
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রিয় দলটির গোলের পর মেসিদের প্রতি শুভকামনা জানানোর পাশাপাশি ব্রাজিল সমর্থকদের কুর্নিশ করতে দেখা গেছে।
ইসমাইল হোসেন নয়ন / দেশবিদেশ২৪