দৈনিক আজাদী সম্পাদক এক এ মালেক এর সাথে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির কমিটির কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত





শেয়ার


দৈনিক আজাদী সম্পাদক এক এ মালেক এর সাথে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির কমিটির কর্মকর্তারা সম্প্রতি সৌজন্য সাক্ষাত করেন। এ সময় কর্মকর্তারা সিলিমপুর সিডিএ আবাসিক এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।
সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভা গত ৬ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়। সমিতির এডহক কমিটির আহবায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমিতির কার্যালয় চত্বরে উক্ত সভা  অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার মো. এরাদত উল্লাহ এফসিএ ২০২১-২০২২ সালের কার্যকরি পরিষদের নির্বাচিত কমিটি ঘোষণা করেন। কমিটি নিন্মরুপ: সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ হাজারী, সহ সভাপতি মনোয়ারা বেগম, এডভোকেট আবু তাহের, আব্দুল বাকের ভূঁইয়া ও অধ্যাপক শামছুল কবির শামীম, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমজাদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল কবির, সহ সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. ফজলুল কবির, ক্রিড়া সম্পাদক মো. দিদার হোসেন, কার্যনির্বাহী সদস্য ক্যাপ্টেন মো. সাদেক, শহিদুল্লাহ, আবুল কালাম আজাদ, মোতাসিম বিল্লাহ, মোজাম্মেল হোসেন, নাছির উদ্দিন, মোজাম্মেল হক, এনামুল হক ভূঁইয়া, সাইফুল ইসলাম।  
সভায় সমিতির সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ হাজারী ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমজাদ হোসাইন চট্টগ্রাম শহরের নিরিবিলি এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এই আবাসিক এলাকাকে আধুনিকমানের আবাসিক এলাকায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় নেতৃবৃন্দ আরো বলেন, অত্র আবাসিক এলাকায় সকলে বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস শুরু করলে ধীরে ধীরে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা একটি সমৃদ্ধ ও আধুনিক মানের আবাসিকে পরিণত হবে। প্রেস বিজ্ঞপ্তি ।

চট্টগ্রাম


শেয়ার