১৪৪ দেশ ঘুরে বন্দরনগরীতে বিশ্ব পরিব্রাজক নাজমুন





শেয়ার

চট্টগ্রামঃ বাংলাদেশের গর্ব 'পতাকা কন্যা' খ্যাত প্রথম বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহার এর সম্মানে বন্দরনগরীতে অনুষ্ঠিত হবে সংবর্ধনা অনুষ্ঠান। সাংস্কৃতিক সংগঠন স্বপ্নযাত্রী' আয়োজনে আগামীকাল (শুক্রবার, জানুয়ারি) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে বিকেল টায় অনুষ্ঠিত হবে আয়োজন।

 

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কবি কথাসাহিত্যিক অধ্যাপক . মোহীত উল আলম, বিশেষ অতিথি থাকবেন কবি সাংবাদিক এজাজ ইউসুফী, লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি, সাবেক কাউন্সিলর আলহাজ মো. এম. কাশেম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুলআলম বাবু।

 

উল্লেখ্য, বিশ্বের ১৪৪ দেশে ভ্রমণকারী এই পরিব্রাজকের যাত্রা শুরু হয় ২০০০ সালে ভারত ভ্রমণের মধ্যদিয়ে। ২০ বছরের জার্নিতে মাকে নিয়ে ১৪ দেশ ঘুরলেও বাকি ১৩০ টি দেশ ঘুরেছেন একাই। যার অধিকাংশই সড়কপথে। যেখানেই গিয়েছেন সেখানেই বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরে শান্তি একতার বার্তা পৌঁছে দিয়েছেন নাজমুন। তার লক্ষ্য একে পৃথিবীর সব দেশের কাছে বাংলাদেশকে তুলে ধরা।

 

নাজমুনের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।

চট্টগ্রাম


শেয়ার

আরও পড়ুন