চট্টগ্রাম: চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও চট্টগ্রাম জেলা রোভার স্কাউটস, জেলা স্কাউটস ও মেট্রো স্কাউটস এর সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেনকে চট্টগ্রাম জেলা রোভার স্কাউটস, জেলা স্কাউটস ও মেট্রো স্কাউটস এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
আজ বুধবার ২৩ ডিসেম্বর বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
উল্লেখ্য, বর্তমান চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেনকে জালানী ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব পদে বদলী করা হয়েছে এবং চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. মমিনুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।
গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে ২০১৮ সালের মার্চ থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. ইলিয়াস হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।