জে.কে.হেলথ্ কেয়ার সেন্টারের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন





শেয়ার

মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় মসজিদের পাশে, ভোলা সারাং বাড়ি প্রকাশ ভোলার বাড়িস্থ জে.কে.হেলথ্ কেয়ার সেন্টারের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

 

জে. কে. হেলথ্ কেয়ার সেন্টারের পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক,তরুণ রাজনীতিবিদ ও বৃহত্তর চান্দগাঁও মহল্লা ফেডারেশনের অর্থ সম্পাদক জাহেদ গিয়াস উদ্দিন আহমেদ। চিকিৎসা সেবা প্রদান করেন জে. কে. হেলথ্ কেয়ার সেন্টারের প্রধান চিকিৎসক ডা. রেহেনা আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সাইফু, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ, সংগঠক-প্রাবন্ধিক বাপউস সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, মনসুর আলম। 

 

এতে আরো উপস্থিত ছিলেন নুরুল আলম খোকন, নয়ন, মোরশেদ, আজিজ, ওষুধ বিপণন কোম্পানি রেনেটা লিমিটেডের প্রতিনিধি আবদুস সাত্তার সোহাগ, গ্লোব ফার্মার প্রতিনিধি আইয়ুব আলী, ডেলটা ফার্মার প্রতিনিধি নির্ভয় চৌধুরী, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের মোহাম্মদ আলম, আলী আহমদ নয়ন, ফারহানা ইয়াসমিন তানিয়া, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ নুরু প্রমুখ। উক্ত চিকিৎসা ক্যাম্পে করোনাকালীন সময়ে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে মানবসেবায় নিয়োজিত থাকায় বৃহত্তর চান্দগাঁও মহল্লা ফেডারেশনের পক্ষ থেকে ডা. রেহেনা আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ক্যাম্পে স্ত্রী, প্রসূতি, মেডিসিন, শিশু, বাতব্যাথা ও বার্ধক্য জনিত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ফ্রি ব্লাড গ্রুপিংয়ের আয়োজন করা হয়।

 

চট্টগ্রাম


শেয়ার

আরও পড়ুন