চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের জনমুখি কর্মকাণ্ডের কারণে তাঁর প্রতি নগরবাসীর প্রত্যাশা বেড়েছে। যার প্রতিফলনে দেখা যাচ্ছে সপ্তাহের গণস্বাক্ষাতকার অনুষ্ঠানে।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত গণস্বাক্ষাত দেয়া কালে এই দৃশ্য পরিলক্ষিত হয়। স্বাক্ষাত প্রার্থীদের মধ্যে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৩৫ জন ছিলেন। প্রশাসক স্বাক্ষাত প্রার্থীদের কথা শুনে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে গেলে কথা বলে সমাধানের চেষ্টা করছেন।
স্বাক্ষাত প্রার্থীদের মধ্যে ওয়ারিশান সনদে নাম বাদ পড়ার অভিযোগ। দুঃস্থ মুক্তিযোদ্ধার বসতভিটার সমস্যা, চসিকে তালিকাভুক্ত ঠিকাদারদের পাওনা টাকা না পাওয়ার বিষয়।
প্রশাসক স্বাক্ষাত প্রার্থীদের চাওয়া-পাওয়া প্রত্যাশার কারণে ধৈর্য্য নিয়ে কথা শুনে তাঁর পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় তা করার অশ্বাস দেন। এসময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন।