বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আজ ২৪ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে বার-বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট কলামিস্ট, শিক্ষক ও গবেষক মরহুম জননেতা এ বি এম আবুল কাশেম মাস্টারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। এ স্মরণসভায় বিশিষ্ট রাজনীতিবিদ ও মরহুমের ঘনিষ্ঠজন আলোচনায় অংশগ্রহণ করবেন।
উক্ত স্মরণসভায় সংগঠনের সকল কর্মকর্তা, সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের প্রধান সমন্বয়কারী সাংবাদিক ও সংগঠক স ম জিয়াউর রহমান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।