ফটিকছড়ি প্রতিনিধি: এক বছর আগে গুম হওয়া হেলাল উদ্দিনের কংকাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান ইউনিয়নের নূরপুর গ্রামে মাটি খনন করে উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে এস্কেলেটর দিয়ে এ মাটি খননের কাজ শুরু করে পিবিআই। দীর্ঘক্ষন মাটি খনন করে সন্ধ্যার সময় হেলালের কংকাল উদ্ধার করা হয়।
সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন (৪৫), পিতা মুজিবুর রহমান তালুকদার, গ্রাম-নাগদা, খাদের গাও ইউনিয়ন, থানা মতলব চাঁদপুর নামে এ ব্যক্তি ২০১৯ সালের ২৩ নভেম্বর নিখোঁজ হন। ওই বছরের ৬ ডিসেম্বর ভূজপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন ভিকটিমের ২য় স্ত্রী কানিজ ফাতেমা পিংকি। মার্চে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।
পিবিআই এর তদন্তে তথ্য পাওয়া যায় যে, কোটি টাকা মূল্যের তক্ষক ( টোটঠ্যাং) বিক্রি করার নামে কে বা কারা হেলালকে অপহরণের পর হত্যা করে তাঁর লাশ গুম করে। হত্যাকান্ডের এক বছরের মাথায় গুম হওয়া হেলালের কংকালের সন্ধান মিলে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পিবিআই হেলালের কংকালের খোঁজে বাগান বাজারের নূরপূর গ্রামে মাটি খনন শুরু করে।
এই মামলার অন্যতম আসামী বেলাল ও রাজাকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বাড়ি ওই ইউনিয়নের লালমাই গ্রামে।