চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ৬০ লাখ শিক্ষার্থী রয়েছে। এ বিপুল শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব শিক্ষকদের। আর প্রধান শিক্ষক হচ্ছেন প্রতিষ্ঠানের প্রধান। শিক্ষকরা হলেন জাতির বিবেক।
তিনি আজ বিকেলে আন্দরকিল্লাস্থ কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে চসিক প্রধান শিক্ষক ফোরামের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া নগর উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রধান শিক্ষা ফোরামের সভাপতি মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক মো. আকতার হোছাইন, সহ সম্পাদক টিংকু ভৌমিকসহ অন্যান্য প্রধান শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।
বিকেলে টাইগারপাসস্থ চসিক প্রশাসক দপ্তরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চসিক প্রাতিষ্ঠানিক কমিটির নেতৃবৃন্দ চসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেন।