আজকের সর্বশেষ

বর্ষার আগমনে বেড়ে যাবে সন্দ্বীপ নৌ রুটে যাত্রীদের ভোগান্তি, অন্তত দিনে শীপ ২ট্রিপ দেওয়া হোক

বাদশা মিয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

রোজাদার সেবায় সাবেক মেয়র মনজুর আলম-এর ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম ইমাম, মুয়াজ্জিনদের মাধ্যমে শুরু

রমজান উপলক্ষে "গাজী মার্কেট তরুণ প্রবাসী ঐক্য পরিষদ'র পক্ষ হতে প্রায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হাসান মেহেদী'র 'নজরুল-সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ' প্রকাশ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যদের নিয়ে প্রথমবারের মতো মিলনমেলা অনুষ্ঠিত

দ্বীপবন্ধু স্মৃতি মেধা বৃত্তির পুরুষ্কার বিতরন

মাস্টার ছায়েদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল


ইউরো চ্যাম্পিয়নশিপ আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পর্তুগাল।





শেয়ার

ইউরো চ্যাম্পিয়নশিপ আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পর্তুগাল। গ্রুপ ‘এফ’তে তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও, জয় নিয়ে গ্রুপের শীর্ষে ওঠার লক্ষ্য সেলেকাওদের। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় দু’দলের ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায়।  শুরু হচ্ছে রোনালদোদের ইউরো মিশন। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্বের মিশন শুরু করবে সেলেকাওরা। তাইতো পুসকাস অ্যারেনায় দারুণ কিছুর প্রত্যাশায় বর্তমান শিরোপাধারীরা।  ইউরোর আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরেছে পর্তুগাল। শেষ প্রীতি ম্যাচে ইসরাইলকে হারিয়েছে ৪-০ গোলে। যেখানে গোল পেয়েছেন রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, চ্যাঞ্চেলোরা। তবে হাঙ্গেরির প্রস্তুতিটা অতটা আশানুরূপ হয়নি। শেষ ম্যাচে তাদের গোলশূন্য ড্র আইরিশদের বিপক্ষে।  দু’দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে পর্তুগাল। ১৩ বারের দেখায় ৯ বারই জিতেছে সেলেকাওরা। বাকি চার ম্যাচ হয়েছে ড্র। শেষবার ২০১৭’তে দেখা হয়েছিল পর্তুগাল ও হাঙ্গেরির। সে ম্যাচেও ১-০ গোলের জয় পেয়েছিল পর্তুগিজরা। হাঙ্গেরি দলে নেই কোনো ইনজুরি সমস্যা। সেরা একাদশটাই সাজাবেন কোচ মার্কো রসি। সেরা একাদশ নিয়ে মাঠে নামবে পর্তুগালও। করোনায় আক্রান্ত হওয়া এক চ্যাঞ্চেলো ছাড়া বাকি সবাইকেই পাবেন কোচ ফার্নান্দো সান্তোস। রুবেন দিয়াস, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, দিওগো জোতা কিংবা নেলসন সেমেদো। প্রত্যেককেই পাবেন কোচ। এছাড়া সামনে থেকে আক্রমণভাগে নেতৃত্ব দিতে ক্রিস্টিয়ানো রোনালদোতো আছেনই।  ‘এফ’ গ্রুপে পর্তুগালের সঙ্গে হাঙ্গেরি ছাড়াও আছে জার্মানি ও ফ্রান্স। তাই এই গ্রুপটাকে ডেথ অব গ্রুপ বলাই যায়। আর এজন্য পর্তুগাল চাইবে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচটিতে শতভাগ জয় তুলে নিতে।

খেলাধুলা


শেয়ার