ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার পর বাংলাদেশের লক্ষ্য এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধারাবাহিকতা ধরে রাখা।
তবে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন আর বাংলাদেশের কন্ডিশন যে এক নয়, সেটাও মনে করিয়ে দিচ্ছেন ক্রিকেটবোদ্ধারা। এছাড়া সদ্য সমাপ্ত দুই সিরিজে মিরপুরের পিচ নিয়েও কম সমালোচনা হয়নি। তবে সেসব সমালোচনায় কান দিতে চান না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।