এদিকে পাকিস্তান বিশ্বকাপ জিতবে বলে আশাবাদী দেশটির তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিম। তার মতে, মরুদেশে প্রচুর ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকার কারণেই বাকি দলগুলোর থেকে এগিয়ে পাকিস্তান।
করোনার কারণে পূর্বনির্ধারিত ভারত থেকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরানো হয়েছে আরব আমিরাতে। গ্রুপ বি-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। আরও দুটি দল বাছাইপর্বের বাধা পেরিয়ে যোগ দেবে মূল পর্বের লড়াইয়ে।
পাক ক্রিকেটার ইমাদ ওয়াসিম বলেন, আরব আমিরাতের কন্ডিশন আমাদের ভালো করেই চেনা। সেখানে খেললে মনে হবে ঘরের মাঠেই খেলছি। কারণ দীর্ঘদিন ধরে দেশটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের। তাই এবারের শিরোপা জয়ের অন্যতম দাবিদার বলা হচ্ছে আমাদের। দলে প্রতিভাবান ক্রিকেটাররাও রয়েছে, যারা আমাদের চ্যাম্পিয়ন করতে পারে। বিশ্বকাপ জিততে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত।’