আজকের সর্বশেষ

বর্ষার আগমনে বেড়ে যাবে সন্দ্বীপ নৌ রুটে যাত্রীদের ভোগান্তি, অন্তত দিনে শীপ ২ট্রিপ দেওয়া হোক

বাদশা মিয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

রোজাদার সেবায় সাবেক মেয়র মনজুর আলম-এর ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম ইমাম, মুয়াজ্জিনদের মাধ্যমে শুরু

রমজান উপলক্ষে "গাজী মার্কেট তরুণ প্রবাসী ঐক্য পরিষদ'র পক্ষ হতে প্রায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হাসান মেহেদী'র 'নজরুল-সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ' প্রকাশ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যদের নিয়ে প্রথমবারের মতো মিলনমেলা অনুষ্ঠিত

দ্বীপবন্ধু স্মৃতি মেধা বৃত্তির পুরুষ্কার বিতরন

মাস্টার ছায়েদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল


টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে স্যামির ভবিষ্যদ্বাণী





শেয়ার

আর মাস দেড়েকের অপেক্ষা। তারপরই মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে বসছে ক্রিকেটের মারকাটি সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

এদিকে বৈশ্বিক এ আসরটির দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে। কোন দল ফেবারিট, কিংবা শিরোপা জিততে পারে কারা এসব নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে বিস্তর আলোচনা। কখনো কখনো আসরে অংশ নেওয়া দলগুলোর খেলোয়ড়দেরও দেখা যাচ্ছে নিজেদের সম্ভাবনা নিয়ে কথা বলতে।

এবারের বিশ্বকাপে কে হবেন চ্যাম্পিয়ন, আর কেইবা আসর সেরা খেলোয়াড় হবেন, এসব নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক সফল অধিনায়ক ড্যারেন সামি।

তার নেতৃত্বে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ক্যারিবীয়রা। সোমবার (২৩ আগস্ট) এক সাক্ষাৎকারে তিনি বলেন, আসন্ন টি-২০ বিশ্বকাপেও শিরোপা জিতবে ওয়েস্ট ইন্ডিজ। নিজের দলকে চ্যাম্পিয়ন বলার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের নামও বলে দিয়েছেন স্যামি। সাবেক এই কিংবদন্তির মতে, ব্যাটিং-বোলিং দিয়ে আসরের সেরা খেলোয়াড় হবেন রাসেল।

সর্বশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এমনকি গত টানা ৪ আসরে সেমিফাইনাল খেলেছে দলটি। যার মধ্যে দুইবার শিরোপা জয়ের স্বাদ পায়। তাই স্যামির বাজি ওয়েস্ট ইন্ডিজ। তার মতে, এবারো ট্রফি উঁচিয়ে ধরবে গেইল-ব্রাভোরা।

যে দলে রাসেল-পোলার্ডের মত মারকাটারি খেলোয়াড় থাকে, সেই দল শিরোপার অন্যতম দাবিদার বলেও মনে করেন স্যামি। দলের প্রশংসা করে তিনি বলেন, আমাদের ক্রিকেটারদের সেই সামর্থ্য আছে। তারা নিশ্চয়ই এবারো নিজেদের সেই সামর্থ্যের প্রমাণ রাখবে।

ওয়েস্ট ইন্ডিজের পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ভালো করা নিয়েও আশাবাদী সাবেক এই কিংবদন্তি।

ক্রিকেট


শেয়ার