"এনেছে বিজয়"
কলমে- অজয় বড়ুয়া
এনেছে বিজয়
করে মধুময়
ঊনিশ শত একত্তরে-
কত ইজ্জত মান
দিয়ে তাজা প্রাণ
আনে কঠোর যুদ্ধ করে।
করুণ সেই বেদনা
এখনো দেয় যাতনা
এতযে ক্ষত ভুলে কি করে!
লাশের কত সারি
পূড়েছে গ্রাম বাড়ি
পাকিস্তানিরা লুন্ঠন করে।
কি পাষাণ বর্বরতা
নিদারুণ নিষ্ঠুরতা
চালায় বাংলার বুকে
আহ্ ছিন্নভিন্ন লাশ
রক্তাক্ত সবুজ ঘাস
আতঙ্ক বাঙালির বুকে।
বহু মা-বোন ধর্ষিত
হাজরো ভয়ে শঙ্কিত
কারো মুখে নেই ভাষা
বঙালি যখন এক হয়
পাকদের করে পরাজয়
পূর্ণ করে সব আশা।