"বিকিকিনি স্বদেশ ভূমি" কলমে-অজয় বড়ুয়া
শীতের ভোরের সকাল বেলা শিশির ভেজা ঘাসে-
রংধনুর রং মিশানো মুক্তার দানা ভাসে।
শস্য ফলায় চাষিরা বাংলার বিল চষে-
সেই শস্যে হলুদ ধান মনমাতানো হাসে।
চাষির মনে সুখ যাগে মধুর হাসি মুখে-
নবান্নের নতুন ধানে থাকে বেস সুখে।
বাংলার গাঁয়ের বাচ্চা বুড়ো রোদ পোহাতে সুখ -
স্বদেশ আমার বিশ্ব সেরা লাল সবুজের বুক।
বন পাহাড় নদী সাগর কি অপরুপ দৃশ্য -
মানবের কল্যাণে ফলে হরেক রকম শস্য।
এই আমাদের দেশ ওভাই মোদের জন্মভূমি-
বহু প্রান-ইজ্জত দানে বিকিকিনি এই ভূমি।