জন্ম থেকেই মুখের উপর 'লিল্লাহ' শব্দ লেখা!





শেয়ার

বিশেষ প্রতিনিধি: মহান আল্লাহ তায়ালার সৃষ্টি অপার রহস্যময়। তাঁর অস্তিত্বের ঘোষণা সৃষ্টির পরতে পরতে। বিশ্বাসীদের জন্য তা বিস্ময়ের জন্ম দেয়, তৈরি করে চিন্তার খোরাক। এমনি এক বিস্ময় লক্ষ্য করা গেছে আদিল মুহাম্মদ তালহা নামের এক বালকের মধ্যে। জন্ম থেকেই তাঁর মুখের উপর 'লিল্লাহ' শব্দ লেখা! তালহার পিতা অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহাদাত হোসেন বলেন, জন্মের অল্প কিছু দিন পরেই তার ডান গালে আরবি অক্ষরে লেখা 'লিল্লাহ' শব্দটি স্পষ্ট দেখা যেতে থাকে। শিরার মাধ্যমে লেখা শব্দটি খালি চোখে স্পষ্ট দেখা যায়। 'লিল্লাহ' শব্দটির অর্থ 'আল্লাহর জন্য '। কয়েকজন চিকিৎসকের সাথে কথা বললে এ ধরনের ঘটনার উদাহরণ তাঁদের জানা নেই বলে জানান। বায়তুল মামুর শাহ আমানত (র.) জামে মসজিদের খুতিব মাওলানা মোহাম্মদ কাউছার আলম বলেন, যুগে যুগে মহান আল্লাহ তা'য়ালা বিশ্বাসীদের জন্য বহু নিদর্শন প্রেরণ করেন যাতে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। এটি মহান আল্লাহর কুদরতি শক্তির বিশেষ প্রকাশ। হালিশহর জে ব্লকের বাসিন্দা অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহাদাত হোসেন ও প্রভাষক সীমাউল ফিরদাউসির তৃতীয় সন্তান তালহা পবিত্র কুরআনের একজন হাফেজ। তালহার পিতামাতা তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। #

এক্সক্লুসিভ


শেয়ার