বিশ্বভরা প্রাণ, ভারত শাখা আয়োজিত " বিজয়া সম্মিলনী,২০২২" উদযাপিত





শেয়ার

গত ১৪ই অক্টোবর,২০২২, সেন্ট্রাল মেট্রো, কলকাতায় বিপ্লবী নলিনী গুহ সভাঘরে বিকাল ৪ টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক শিল্পীমৈত্রী সংগঠন বিশ্বভরা প্রাণ, ভারত শাখার উদ্যোগে "বিজয়া সম্মিলনী ২০২২"। উক্ত অনুষ্ঠানে বিশ্বভরা প্রাণ, আন্তর্জাতিক কমিটির সভাপতি, দুই বাংলার বরেণ্য আবৃত্তিশিল্পী জাহান বশীরের পরিচালনায় বিশ্বভরা প্রাণ, ভারত শাখার প্রায় ৩২ জন বাচিক ও সংগীতশিল্পী অংশগ্রহণ করেন। বিশ্বভরা প্রাণ, ভারত কমিটির সভাপতি, সংগীত ও বাচিকশিল্পী বিধুরা ধর এবং সদস্য শিল্পী শিবানী কুন্ডুর যৌথ সংগীতের মাধ্যমে উদ্বোধন করা হয় অনুষ্ঠান। বিশিষ্ট লোকসংগীত গবেষক ও কণ্ঠশিল্পী ড. সত্যরঞ্জন বিশ্বাস, আকাশবাণী ও দূরদর্শনের সঞ্চালিকা ও বাচিকশিল্পী মধুছন্দা তরফদার এবং লেখক, গবেষক, আত্মজন সম্পাদক আব্দুল কাইয়ুম অনুষ্ঠানের বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্বভরা প্রাণ, ২০২২ এর থিম সং পরিবেশন করেন কয়েকজন বিশিষ্ট শিল্পী; তন্মধ্যে হিমাদ্রী শেখর, প্রদ্যুৎ মৈত্র, বিধুরা ধর, অশোক পাল, দেবযানী ঘোষ, ছন্দা বিশ্বাস উল্লেখযোগ্য। বিশ্বভরা প্রাণ নিয়ে ছোটদের দলীয় পরিবেশনা আলাদা বৈচিত্র্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছিলো। গানটি পরিবেশন করেছে বিশ্বভরা প্রাণ, উত্তর ২৪ পরগনা জেলার প্রজন্ম বিভাগ। দুটো সংগীতের গীতিকার ও সুরকার ছিলেন শ্রী অশোক পাল। এছাড়াও একক আবৃত্তিতে ছিলেন ইলা দেবনাথ, একক সংগীতে ডা. মিহির কুমার হালদার, অধ্যাপক উজ্জ্বল বন্দোপাধ্যায়, অসিত কুমার পাল, সুষ্মিতা অধিকারী, মিতালী চ্যাটার্জী, জয়শ্রী মিত্র প্রমূখ। অনুষ্ঠানে মৌসুমী দাস এর তত্ত্বাবধানে বিশেষ সম্মেলক পরিবেশন করেন "শিল্পী মঞ্চ" এর শিল্পীগণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, অপ-সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়ে বিশ্বজুড়ে বাংলাভাষা ও সংস্কৃতির শুদ্ধ চর্চায় ও প্রসারে নিবেদিত সংগঠন বিশ্বভরা প্রাণ। ইতোমধ্যে সংগঠনটি ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অসাম্প্রদায়িক চেতনা এবং আগামি প্রজন্মের মাঝে মানবিক বিকাশে বিশ্বভরা প্রাণ এর কার্যক্রম আমাদেরকে নিরন্তর আশান্বিত করে তুলেছে।    

আন্তর্জাতিক


শেয়ার

আরও পড়ুন