আহসান উল্যাহ সজিব,কাতার প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৭ই অক্টোবর) রাতে দোহা’র একটি স্থানীয় অভিজাত রেষ্টুরেন্টে বাংলাদেশ প্রবাসি কল্যাণ এসোসিয়েশন কাতার এর সভাপতি শেখ আকতার হোসেন এর সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি তৌহিদ মনির ও সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি বিসিকিউর সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন। প্রধান বক্তা ছিলেন আল মাষ্টার গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি বিসিকিউর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী,বাংলাদেশ প্রবাসি কল্যাণ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শেখ সাইকুল ইসলাম, পটিয়া সমিতির সভাপতি আবদুল জলিল,ফেঞ্চুগঞ্জ মানব কল্যাণ সমিতির সভাপতি খাইয়ুল ইসলাম রাজু।
অনুষ্টানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, জয়নাল আবেদিন, সাংবাদিক আহসান উল্যাহ সজিব,সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, জামিল হোসেন ইয়াসিন, এস এম সজিব,হেলাল মিয়া, হায়দার, কবির মোল্লা সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরতে কোরআন তেলাওয়াত করেন রিজওয়ান আহম্মেদ।
সভায় বক্তারা বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও এসোসিয়েশনের এক বছরের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।