যাত্রা শুরু করল আল তামরীদ ক্লিনিং কন্ডাক্টিং হসপিটালিটি এন্ড সাভির্সেস’র দ্বিতীয় শাখা





শেয়ার

আহসান উল্যাহ সজিব,কাতার প্রতিনিধিঃ শুক্রবার (২৪শে সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী দোহার প্রাণকেন্দ্র আল-মুনছুরা এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার হাইলধর ইউনিয়ের ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী বেলাল উদ্দিন চৌধুরী অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে উক্ত প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন। 

শুরুতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হেলাল উদ্দিন,এইচআর ম্যানেজার মোঃ আইয়ুব, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কামরুল হাসান, এডমিন মোঃ জয়নাল,চট্টগ্রাম সমিতির সাধারন সম্পাদক আবদুল জলিল,বাংলাদেশ প্রবাসি মানবিক ইউনিটি কাতার এর ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান টিটু,সৈয়দ আরিফ উদ্দিন, মোঃআব্বাস সহ আরো অনেকে। 

এসময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বেলাল উদ্দিন চৌধুরী বলেন, কাতারে বসবাসরত প্রবাসি বাংলাদেশিরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যারা জানেন না, তা জানতে পারবেন এবং হুকুমী সার্ভিস নিতে পারবেন। তার কোম্পানিতে ক্লিনিং,হসপিটালিটি, কেটারিংসহ বিভিন্ন কাজের সু-ব্যবস্থা রয়েছে।

শেষে আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে কেক কাটা শেষে অতিথিরা প্রতিষ্ঠানের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।

আন্তর্জাতিক


শেয়ার