নিজের দুই শিশু সন্তানকে ফ্লাইওভার থেকে ফেলে দিয়ে হত্যা করেছেন এক বাবা। তারপর তিনি নিজেও সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তবে পাঁচ বছর বয়সী আরেক শিশুকে ফ্লাইওভার থেকে ফেলে দেওয়া হলে বেঁচে যায়।
গত ২ আগস্ট মালয়েশিয়ার দেসা জায়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর মালয়েশিয়ার দ্য স্টারের।
খবরে বলা হয়েছে, এক সন্তানকে কোলে করে ফ্লাইওভারে হেঁটে যান ওই ব্যক্তি। তখন অন্য দুই সন্তান ওই ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছিল। তিন সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কিছুক্ষণ পর ঝাঁপ দেন ওই ব্যক্তিও। ওই জায়গার উচ্চতা ছিল ২০ মিটার।
এ ঘটনায় ওই ব্যক্তি ছাড়াও নিহত হয়েছে ৮ বছর বয়সী এক মেয়ে ও ছয় থেকে সাত বছর বয়সী এক ছেলে। আর পাঁচ বছর বয়সী ১ ছেলে ২০ মিটার উঁচু থেকে পড়েও বেঁচে যায়। শিশুটির ভাগ্য ভালো হওয়ায় ঘাসের ওপর গিয়ে পড়ে। তবে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছে শিশুটি। তাকে এখন একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
সূত্র : দ্য স্টার, বারনামা