>নিজস্ব প্রতিবেদকঃ এনভাইরনমেন্ট কমিউনিটি এন্ড ওশান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইকো ফাউন্ডেশন) কর্তৃক আয়োজিত পরিবেশবান্ধব নগর উন্নয়নের লক্ষ্যে গত ১২ই অক্টোবর সকাল ১০ টা৩০ মিনিটে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় মুরাদপুরস্থ চট্টগ্রামের নতুন নির্মাণকৃত ভবনের চারপাশে সৌন্দর্য বর্ধন কর্মসূচী উপলক্ষে বিভিন্ন প্রজাতির মোট ৪৫০টির কাছাকাছি ফলজ, বনজ, ওষধী, ফুলের গাছ ও বিভিন্ন প্রজাতির পাতাবাহার গাছ রোপনসহ টবসহকারে নতুন ভবনটির সৌন্দর্য বর্ধন কর্মসূচী পালন করা হয়। ...